স্ট্যাটাস

বাংলার সেরা স্ট্যাটাস ২০২২

প্রিয় ভিয়ার্স আপনাদেরকে আমাদের পেজে স্বাগতম। আজ আমরা আপনাদের মাঝে আলোচনা করতে এসেছি বাংলার সেরা স্ট্যাটাস এই সম্পর্কে। আপনারা অনেকেই হয়তোবা গুগলে সার্চ করে আছেন বাংলার সেরা স্ট্যাটাস।আর মনের মত স্ট্যাটাস পাচ্ছেন না এজন্য আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারতেছেন না। এ বিষয়টি আপনাদের খুব মন খারাপ লাগতেছে।বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন। কিন্তু মনের মত স্ট্যাটাস খুঁজে পাচ্ছেন না।তাই আর আপনাদের মন খারাপ করতে হবে না আমাদের পেজে ভিজিট করলে আপনারা আপনাদের মনের মত বাংলা সেরা স্ট্যাটাস গুলো খুজে পাবেন।

আমরা আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর ,নতুন আপডেড ,এক্সক্লুসিভ সেরা স্ট্যাটাসগুলো। যে স্ট্যাটাস আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন। আমাদের দেওয়া স্ট্যাটাস গুলো আপনাদের মন ছুঁয়ে যাবে আশা রাখছি।কেননা মানুষ তো তখনই স্ট্যাটাস দেয় যখন অনেক বেশি সুখ অনুভব করে ।আর যখন অনেক বেশি কোন কারণে দুঃখটাকে অনুভব করে ঠিক তখনই।আমরা আমাদের পোস্টে সব ধরনের স্টার্টার শেয়ার করব ।এখান থেকে আপনারা আপনাদের পছন্দমত স্ট্যাটাস গুলো সংগ্রহ করে আপনাদের সোশ্যাল মিডিয়া পোস্ট করতে পারবেন বন্ধু বান্ধবের জন্য। তবে চলুন আর দেরি নয় কথা না বাড়িয়ে কাজে চলে আসি আমাদের সঙ্গেই থাকুন আর দেখে থাকুন।

বাংলার সেরা স্ট্যাটাস ২০২২

যেসব স্ট্যাটাস গুলো আমরা আমাদের মন খারাপ হলে সোশ্যাল মিডিয়ায় দিতে পারি সেইসব স্ট্যাটাস সম্পর্কে আজ আমরা আপনাদের সামনে বলতে এসেছি তবে চলুন আপনাদের জন্য নিম্নের দেওয়া হলো সেই সকল স্ট্যাটাস গুলো:

১/  ভালোবাসা সে তো ক্ষণিকের সুখ ।
সুন্দর জীবনকে নষ্ট করে পালিয়ে যায়
আর আমরা বোকা মিথ্যে ভালোবাসার জন্য
দীর্ঘদিন কষ্ট অনুভব করে থাকি।

২/ তুমি আজও এই পৃথিবীতে আছো
কিন্তু ভুলে গেছো আমার ভালোবাসা
মুছে গেছে  তোমার মন থেকে
আমার সকল স্মৃতি যা ছিল।

৩/ তুমি আমি এখনো একই আকাশের নিচে
শুধু পার্থক্যটা কি জানো?
তোমার বুকে এখন অন্য কেউ আছে
আর আমি আজও তোমায় দেওয়া
ভালোবাসা নিয়ে আছি।

৪/ একটা কথা কি জানো প্রিয়
আমি কখনো ভাবি নাই
তোমার চোখে আমার জন্য
যে ভালোবাসা ছিল সেই ভালোবাসা
একদিন মিথ্যে ভালোবাসা হয়ে চলে যাবে।

৫/ সত্য এটা ছিল তুমি কখনোই
আমায় ভালোবাসো নাই
সবটাই ছিলে তোমার করা
আমার জন্য মিথ্যে অভিনয়।

৬/ আমি ভেবেছিলাম তুমি আমার আপন
এখন দেখলাম তুমি আমার পর
এসেছিলে কষ্ট দিতে আমায়
আবার চলে গেলে কষ্ট দিয়ে ফিরে।

৭/ মিথ্যে ভালোবাসা দিয়ে অট্টালিকা গড়ার থেকে
সত্য বলে জীবন থেকে চলে যাওয়া শ্রেয়
সত্য মেনে নিয়ে জীবনে বাঁচতে হবে।

৮/ নিজের ইচ্ছায় এসেছিলে
আবার নিজের ইচ্ছে চলে গেলে
মাঝখান থেকে আমার সুন্দর মনকে
কাঁচের মতো ভেঙে দিয়ে গেলে
কিসের পেলে আমায় কষ্ট দিয়ে।

৯/ আমি তো তোমার কোন ক্ষতি করি নাই
তবে কেন মিথ্যে ভালোবাসার অভিনয়
করতে আমার জীবন নিয়ে এসেছিলে
আর আমার সুন্দর জীবনকে
অগোছালো করে চলে গেলে।

১০/ তুমি তো হারিয়ে যাওনি
হারিয়ে গেছে তোমার ভালোবাসা
আজও তুমি আছো এই পৃথিবীতে
কিন্তু আমার কাছ থেকে অনেক দূরে।

১১/ একদিন তুমিও কাঁদবে
আর আমায় খুঁজবে
কিন্তু সেদিন আর আমি
এই পৃথিবীতে থাকবো না।

১২/ একটা সময় সময় ছিল যখন
তুমি দিনে হাজার বার
কথা বলার পরও বলতে
আই মিস ইউ।
আর আজ কি তোমার
আমার একটুও মনে পড়ে না।

১৩/ ছাড়বো না তোমায়
এভাবেই বলা লোকগুলো
সবার আগে থেকেই চলে যায়।

১৪/ আমি শুধুই বোকা
আজ ও তোর ফিরে আসার
অপেক্ষায় দিন গুনে সময় পার করছি।

১৫/ যে যাবার সেতো চলে যাবে
আর যে থাকার সে কোন কারণ ছাড়াই
তোমার জন্য থেকে যাবে
আর এটাই ভালোবাসা।

যখন কেউ কোন কারনে অনেক খুশি থাকে তখন যে স্ট্যাটাস গুলো খুজে সে স্ট্যাটাসগুলো নিম্নে দেয়া হল:

১/ আমি তোমার রূপকে ভালোবাসি নাই
ভালোবাসি তোমার মনকে
আর আজ তোমার পেয়ে
আমি আমার জীবনে ধন্য।

২/ ভালোবাসা যদি সত্যি হয়
তবে সেই ভালোবাসার মানুষ
কখনোই তোমায় ছেড়ে যাবে না।

৩/ তোমার চোখের চাউনিতে ছিল
আমার ভালোবাসা তোমার হাতের
স্পর্শ ছিল আমার ভালোবাসা
তোমার জীবন জুড়ে শুধু
আমার ভালোবাসা।

৪/ ও প্রিয়া শুনছো
, তোমাকেই ভালোবাসি
তাই তোমায় অনুপস্থিতিতে
তোমাকেই শুধু কাছে যেতে মন চায়
তোমার উপস্থিতি আমাকে
অনেক বেশি কষ্ট দেয়।

৪/ ভালোবাসা কি এমনই
যে তোমায় ছাড়া থাকতে কষ্ট হয়
তোমায় না দেখলে কষ্ট হয়
তোমার কষ্টে নিজে কষ্ট পায়
হ্যাঁ এটাই ভালোবাসা।

৫/ সকালের ঝলমলে আলোতে
তুমি আমায় দেখতে পাবে
সারাদিনের ব্যস্ততায় তুমি আমায়
খুজে পাবে আর এটাই ভালোবাসা।

৬/ আমি বুঝি নাই ভালোবাসা এত সুখ
তোমায় পেয়ে আজ আমি বুঝতে
শিখেছি ভালোবাসা কিভাবে
জীবনকে সুন্দর করে তুলে।

৭/ ভালোবাসা মানে সুন্দর থাকা
ভালবাসা মানেই কারো সাথে
সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়া
ভালোবাসা মানেই তোমায়
নিয়ে জীবনে সংসার করা।

৭/ নিজেকে ভালো রাখার সবথেকে
ভালো উপায় হচ্ছে নিজের জন্য ভাবা
নিজের প্রতি বিশ্বাস রাখা
নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।

৮/ তোমার আমার ভালোবাসা
সারা জীবন থাকবে এটাই
তোমার আশা আজ আমায় পেয়ে আমি
জীবনে ভুলে গেছি কষ্ট
তুমিও ভুলে গেছো কষ্ট।

সর্বশেষে বলতে চাচ্ছি যে ,এতক্ষন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের মূল্যবান সময় আমাদের সঙ্গে দেবার জন্য ধন্যবাদ। আমরা এতক্ষন চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য বাংলার সেরা স্ট্যাটাস ২০২২ এ সম্পর্কে।

জানিনা কতটুকু দিতে পেরেছি তবে আশা রাখছি আমাদের দেওয়া পোস্টটি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মত যে কোন পোস্টটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন।তবে আজ আর নয় আবার অন্য কোনদিন অন্য কোন পোস্টে আপনাদের সঙ্গে দেখা হবে।এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দীর্ঘ আয়ু কামনা করছি, আল্লাহ হাফেজ।

Ratul

আমি রাতুল, এটা আমার ডাক নাম। এই নামে আমার এলাকার সবাই আমাকে চিনবে তবে বাইরের কেউ হয়তো চিনবে না। আমি বিশ্বাস করি সফলতা ভাগ্য এবং পরিশ্রমের দ্বারা নির্ধারিত। এই ব্লগটি আমি সখ করে তৈরি করেছি, এবং এটিই আমার ১ম ব্লগ। আশা করি আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে উপকৃত করতে পারবো। ধন্যবাদ সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *