কাস্টমার কেয়ার

TPG সিঙ্গাপুর কাস্টমার কেয়ার নাম্বার ,হট লাইন নাম্বার

সিঙ্গাপুরে নতুন টেলিকম অপারেটর কোম্পানি হিসেবে টিপিজি অল্প কিছুদিনের মধ্যেই টেলিকম অপারেটর সেবায় জনপ্রিয়তা অর্জন করেছে। সিঙ্গাপুরের টেলিকম সেবায় টিপিজি চতুর্থতম। TPG সিঙ্গাপুরের টেলিযোগাযোগ সেবা প্রধান কারী প্রতিষ্ঠান হয় সিঙ্গাপুরে এর চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাই অনেকেই জানতে চান সিঙ্গাপুর হট লাইন নাম্বার এবং কাস্টমার সার্ভিস সম্পর্কে। এই পোষ্টের মাধ্যমে আমরা টিপিসি টেলি যোগাযোগ পরিষেবা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানাবো।

TPG সিঙ্গাপুর কাস্টমার সার্ভিস ,হট লাইন নাম্বার

সিঙ্গাপুরের টিপিজি নতুন টেলিকম অপারেটর হিসেবে পরিচিতি লাভ করলেও অস্ট্রেলিয়ার একটি জনপ্রিয় অপারেটর কেননা অস্ট্রেলিয়া তে টিপিজির ২ মিলিয়ন গ্রাহক ইতিমধ্যেই সেবা গ্রহণ করছে। টিপিজি টেলিকম কোম্পানি সিঙ্গাপুর আনলিমিটেড ডেটা ৯৯% আউটডোর কভারেজ এবং অন্যান্য সমস্ত সুবিধা দেওয়ার চেষ্টা করছে। তাই অত্র প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার জন্য অত্র কোম্পানির কাস্টমার সার্ভিস নাম্বার এবং হট লাইন নাম্বার প্রয়োজন হয়। আমরা এই পোস্টে সম্পূর্ণ কাস্টমার সার্ভিস এবং হট লাইন নাম্বার প্রদান করব। সিঙ্গাপুরের টিপিজি ব্যবহারকারীরা কোম্পানির সাথে যোগাযোগ করতে ফোন নম্বর ব্যবহার করতে পারে শুধুমাত্র শনিবার রবিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত আপনি নিচে দেয়া নম্বরে কল করে সোমবার থেকে শুক্রবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরিষেবাটি পেতে পারে।
  • টিপিজি হট লাইন নাম্বার: ৬৯২০০০০০
  • টিপিজির যাবতীয় সেবা অভিযোগ কিংবা আপডেট তথ্য পেতে উপরোক্ত নম্বরটি ব্যবহার করে তথ্য পেতে পারেন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত।

টিপিজি সিঙ্গাপুর কাস্টমার কেয়ার নাম্বার। আপনি কি টি ডিজে সিঙ্গাপুর কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে চান?

  • তবে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ইমেইল এর মাধ্যমে অনলাইনে কর্তৃপক্ষর সাথে যোগাযোগ করা।
  • ডিপিজি সিঙ্গাপুর ইমেইল ঠিকানা: [email protected]
সিঙ্গাপুর থেকে অতি সহজে টিপিজির সেবা পেতে কিংবা তাদের অফিসের সাথে কথা বলতে এটি সবচেয়ে সহজ মাধ্যম।
এছাড়াও ব্যতিক্রম একটি উপায় রয়েছে অনলাইনে যোগাযোগ করা যেতে পারে এজন্য আপনাকে www.tagmobile.sg/community এই ঠিকানায় গিয়ে তারপর বিভাগ বা পরিষেবার বিষয়ে অনুসরণ করতে হবে। তখনই আপনি টিপিজি পরিষেবার সম্পর্কিত প্রতিটি বিষয় দেখতে পাবেন।
উপরে উল্লেখিত তথ্য অনুযায়ী টিপিজি মোবাইল অপারেটর সম্পর্কিত সংস্থাটির সেবা পেতে কিংবা যোগাযোগ করতে এই পোস্টে দেয়া নম্বর এবং ইমেইল ঠিকানায় আপনার জন্য যথেষ্ট হবে।
টিপিজি সিঙ্গাপুর মোবাইল অপারেটর কোম্পানিটির সম্পর্কে আরো কোন বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *