হেল্পলাইন নাম্বার

বিদ্যুৎ অফিসের ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেইল

আজকের আলোচনাটি সবার জন্য গুরুত্বপূর্ণ। এর কারণ আজকের আলোচনায় আমরা বিদ্যুৎ অফিসের ফোন নম্বর দিয়ে সহযোগিতা করব আপনাদের। যেহেতু আমাদের সকলের বাসায় বিদ্যুৎ রয়েছে বিদ্যুতের সাথে আমরা সম্পর্কিত তাই বিদ্যুৎ অফিসের নাম্বার সংগ্রহ করার প্রয়োজন রয়েছে আমাদের। বর্তমান সময়ে বিদ্যুৎ সম্পর্কিত সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। এর ফলে বিভিন্ন বিষয়ে জানার জন্য কিংবা প্রয়োজনে বিদ্যুৎ অফিসে যোগাযোগের জন্য অবশ্যই তাদের অফিসে নাম্বার সংগ্রহ করার প্রয়োজন রয়েছে আমাদের। একজন সচেতন ব্যক্তি হিসেবে অবশ্যই বিদ্যুৎ অফিসে নাম্বার রাখার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছি আমরা। তবে অনলাইন অনুসন্ধান করলে বিদ্যুৎ অফিসের নাম্বার পাওয়া খুবই কঠিন এক্ষেত্রে আমরা আমাদের আলোচনার মাধ্যমে আপনাদের সহযোগিতার উদ্দেশ্যে নিয়ে এসেছি

বিদ্যুৎ অফিসের নাম্বার আপনারা যারা বিদ্যুৎ অফিসের নাম্বার খুঁজে আমাদের আলোচনায় এসেছেন তারা আমাদের সাথে থেকে অবশ্যই বিদ্যুৎ অফিসের নাম্বার সংগ্রহ করতে পারবেন। বিদ্যুৎ কেন্দ্রীয় কোন সমস্যা হয়ে থাকলে অবশ্যই তাদেরকে জানানোর প্রয়োজন রয়েছে। বিদ্যুৎকেন্দ্রিক কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই তাদেরকে জানানোর প্রয়োজন রয়েছে এছাড়াও জরুরী প্রয়োজনে আপনি অবশ্যই তাদেরকে বিদ্যুৎ দেওয়ার সুপারিশ করতে পারেন। যদিও দেশের শহর অঞ্চলগুলোতে বিদ্যুৎ সম্পর্কিত সমস্যা গুলো খুব কম হয়ে থাকে তবে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সমস্যা ব্যাপক হয়ে থাকে। আর এই সমস্যা সম্মুখীন হওয়ার পরবর্তী সময় অনেকেই অনলাইনে এসে অনুসন্ধান করেন বিদ্যুৎ অফিসের নাম্বার লিখে তবে এ বিষয়ে ওয়েবসাইট না থাকায় তারা হতাশ হন তাই আমরা আমাদের ওয়েব সাইটের মাধ্যমে এ তথ্য আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে কাজ করেছি।

বিদ্যুৎ অফিসের ফোন নাম্বার –

অনেকেই বিদ্যুৎ অফিসের ফোন নাম্বার লিখে অনুসন্ধান করে থাকেন। এক্ষেত্রে আপনি অবশ্যই জেনে থাকবেন জেলা ভিত্তিক বিদ্যুৎ অফিস রয়েছে যেখান থেকে আপনার জেলায় বিদ্যুৎ এর সমস্ত কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে। এক্ষেত্রে আপনাদের এরিয়ায় কিংবা জেলায় বিদ্যুৎ সম্পর্কিত সমস্যার সমাধান নেওয়ার জন্য অবশ্যই আপনাদের নিজ জেলা অফিসে যোগাযোগ করতে হবে। আর আমরা আমাদের আলোচনায় বিদ্যুৎ হেড অফিসে নাম্বার প্রদানের পাশাপাশি সকল জেলার বিদ্যুৎ অফিসের নাম্বার দিয়ে সহযোগিতা করব আপনাদের। আপনার প্রয়োজনে বিদ্যুৎ না থেকে থাকলে আপনি অবশ্যই বিদ্যুৎ অফিসের যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে তাদের সাথে কথা বলতে পারেন আশা করছি আপনার প্রয়োজনে বিষয়টি জেনে সম্ভব হলে তারা বিদ্যুৎ প্রদান করবে। এছাড়াও কোন দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ অফিসে যোগাযোগের মাধ্যমে বিদ্যুৎ বন্ধ করে নেওয়ার সুযোগ থাকছে। আর এই সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই বিদ্যুৎ অফিসের ফোন নাম্বার রাখতে হবে এক্ষেত্রে আপনারা খুব সহজেই তাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

জনাব প্রশান্ত কুমার রায়

নির্বাহী প্রকৌশলী

মোবাইল : 01755584895

ফোন (অফিস) : 01755584895

বিদ্যুৎ অফিসের হট লাইন নাম্বার –

অনেকেই বিদ্যুৎ অফিসের হট লাইন নাম্বার সংগ্রহ করার উদ্দেশ্যে আমাদের আলোচনা এসেছে তাই বারটি আরেকটি আলোচনা যুক্ত করছি এখানে। যারা হট লাইন নাম্বার লিখে অনুসন্ধান করছে তাদেরকে সরাসরি হটলাইন নাম্বার সহযোগিতা করব আমরা এক্ষেত্রে তারা তাদের সমস্যার কথা উল্লেখ করতে পারবেন এই হট লাইন নম্বরে পাশাপাশি বিদ্যুৎ সম্পর্কিত বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারবেন। বর্তমান সময়ে বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতির বিষয়ে বিভিন্ন নিউজ প্রকাশ পেয়েছে পাশাপাশি সিডিউল তৈরি করা হয়েছে যার উপর ভিত্তি করে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বন্ধ থেকে থাকে। এই সমস্ত বিষয়ে জানার পাশাপাশি আর বিভিন্ন বিষয় সম্পর্কে জানার আগ্রহ নিয়ে অনেকেই বিদ্যুৎ অফিসের হট লাইন নাম্বার সংগ্রহ করার আগ্রহ প্রকাশ করছে তাই আমরা আমাদের আলোচনার মাধ্যমে বিদ্যুৎ অফিসের হট লাইন নাম্বার দিয়ে তাদেরকে সহযোগিতা করছি । নিচে বিদ্যুৎ অফিসের হট লাইন নাম্বার প্রদান করা হচ্ছে :

বিদ্যুৎ বিভ্রাট সমাধানের টেলিফোন নম্বর (অভিযোগ কেন্দ্র) (২৪ ঘন্টা সেবায় নিয়োজিত)

হট লাইন: +8801769404003

(২৪ ঘন্টা সেবায় নিয়োজিত)

অভিযোগ কেন্দ্র মোবাইল নং আওতাধীন এলাকা/গ্রাম
সদর দপ্তর 01769401075 সাদাপুর, গেন্ডা, নামাগেন্ডা, পশ্চিম ব্যাংক টাউন, টানগেন্ডা, কর্ণপাড়া, উলাইল, তালবাগ, সিরামিক্স বাজার, থানারোড়, সাভার নামাবাজার, বাজার রোড়, ব্যাংক কলোনী, রাজাবাড়ী, ভাগলপুর,কাতলাপুর, আনন্দপুর, টিয়াবাড়ী, দক্ষিন দরিয়ারপুর,সাভার দক্ষিনপাড়া, সাভার মধ্যপাড়া, সাভার উত্তর পাড়া, পাল পাড়া, ঘোষপাড়া, কাজী মোকমাপাড়া, বাসপট্টি, কাটপট্টি, নাটোর পাড়া, বারৈই গ্রাম, তারাপুর।
আমিন বাজার 01769401072 বড়দেশী, হিজলা, বেগুনবাড়ি, বিনোদবাড়ি, পাঁচগাছিয়া, দেওয়ানবাড়ি, মানিকনগর, ধোবারই, বসুধা, সালেপুর, চাঁনপুর, বলিয়ারপুর,

আলমনগর, জয়নাবাড়ি, হেমায়েতপুর(আংশিক)।

ট্যানারী 01769401955 চামড়া শিল্প নগরী, হেমায়েতপুর, চাইড়া, যাদুরচর, কানারচড়, পূর্বহাটি, ফিরিঙ্গিকান্দা, বাহেরচড়, চরতুলাতুলি, ঝাউচড়, মুসলিমপাড়া, ঋষিপাড়া, আর্জেন্টপাড়া, নতুনপাড়া, হরিনধরা, হারুরিয়া, মশুরীখোলা, মধরচড়, তেতুলোঝোড়া (আংশিক), কদমতলী
ফুলবাড়ীয়া 01769401078

 

 

 

পানপাড়া, হারাননগর, কৃষ্ণনগর, রাজফুলবাড়ীয়া, শোভাপুর, নগরচর, ভরারী, তেতুলঝোড়া, জোড়পোল, জয়নাবাড়ী (আংশিক),নিমেরটেক, রাজাঘাট, তরফরাজাঘাট, রামচন্দ্রপুর, ব্যংকটাউন এবং পুলিশটাউন
শিমুলতলা 01769401956 শিমুলতলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চাপাইন, লালটেক, ডগরমোড়া, জালেশ্বর, আই-নোয়াদ্দা, শাহীবাগ, দিলকুশাবাগ, মজিদপুর, যইমান্দিপুর, আনন্দপুর (সিটিলেন), সোবাহানবাগ, সবুজবাগ, সাভার বাজার রেডিও কলোনি (আংশিক), মালঞ্চ, ওয়াপদা রোড।
রাজাশন 01769401077 বিরুলিয়া, কমলাপুর, কালিয়াকৈর, ভবানীপুর, রাজাশন, মিটন, কৃষ্টপুর, খনিজনগর, সাদাপুর গোপেরবাড়ি খাসমহল, ধরেন্ডা, আক্রান, দেওগাঁ
নয়ারহাট 01769401986 নয়ারহাট, চাকলগ্রাম, চারিগ্রাম, ধনিয়া, গোপিনাথপুর,নিরিবিলি, টাকশুর, ঘুঘুদিয়া, কুরগাঁও, টাটীবাড়ী, সিন্দুরিয়া, মনোহর, মনোদিয়া, গকুলনগর, রামচন্দ্রপুর, বনলতা হাউজিং, বোয়ালিয়া, মাদারটেক
ধামরাই 01769401079 লাকুরিয়াপাড়া, ধামরাইবাজার,হুজুরীটোলা,পাঠানটোলা,বিজয়নগর,

আইঙ্গন, কায়েতপাড়া, গোপনগর,গৌয়ারীপাড়া, উত্তরপাতা,মলয়ঘাট

সৈয়দপুর, কুমড়াইল,কাগজিয়াপাড়া, ইসলামপুর, বরাতনগর,

ধামরাই দক্ষিনপাড়া , চন্দ্রাইল, ছয়বাড়িয়া, তালতলা,খাত্রা, বাসাইল

বাড়িগাঁও,মামুরা,কাইজারকুন্ডু,কেলিয়া,ফুকুটিয়া,জয়পুরা,কুল্লা,গাওয়াইল

বানেশ্বর, শোলাকুড়িয়া, জলসিন,পাচাল,কান্দাপাড়া,শেওরাইল,মামুরা,

লাড়ুয়াকুন্ডু,শরীফবাগ,ইকুরিয়া, হাজিপুর, কাকরান,তেতুলিয়া

কুশুরা 01769401083 কুশুরা ইউনিয়নঃ টোপেরবাড়ী ডালিপাড়া, বৈন্যা, পানকাত্তা, বনবাড়ী, শিবপুর, ঝাউবাদা, চানখালি, সুইচখালী, হালুয়াপাড়া, কুনি কুশুরা, আগগাড়াইল, বেকিগাড়াইল, দূর্গাপুর গাড়াইল, বংকরতোলা, শাসন, কান্টাহাটি, হরিদাসপুর, বাউজা, রামদাইর, দেওখোলা, বান্নাখোলা।

বাইশাকান্দা ইউনিয়নঃ আমছিমুর, পাড়াগ্রাম, শুলশুলিয়া, কাছৈর, বাঁশকোঠা, গক্ষুরা, কুমারহাটি, গাইরাকুল, চরকুশনাই, বিলকুশনাই, গাঁওতারা, সাইট্রা, সিংশ্রী, খাগাইল, বেরশ, বাউটিয়া, উত্তর খাগাইল।

সানোড়া ইউনিয়নঃ মহিশাষী, উত্তর নওহাটা, দক্ষিণ নওহাটা, মধুডাঙ্গা, শোলধন, নয়ারচর, মাকরখোলা, বড় ওমরপুর, ছোট ওমরপুর, বাসনা, খাগুর্তা, বাটুলিয়া, বাথুলি, দেওনাই।

সোমভাগ ইউনিয়নঃ বকচর, সাইট্রাবাড়ী, বুচারবাড়ী, বান্নল, গুলাইল, পাইচাইল, আলোকদিয়া, কুলিন্দা, মোরারচর, ভুরবাড়ীয়া, শৈলান, সোনারটেক।

কালামপুর 04769407151 বারবাড়ীয়া, গান্দুলিয়া,কৃষ্ণপুরা, ক্ষুদ্রখোলা, বাথুলী, দঃ বাথুলী, ভগবানপুর, কান্দাপাড়া, ললিতনগর, বালিথা, বেলিশ্বর, নওগাহাঁটি, শ্রীরামপুর, মাকড়খোলা, বর্তা, সূতিপাড়া, সিন্দুলিয়া, কালামপুর, বরাটিয়া, দঃ কালামপুর, রায়খোলা, কিশরীনগর, কালামপুর আদর্শগ্রাম, আশয়ণ, ডাউটিয়া, চরডাউটিয়া, বিসিক, গোয়ালদি, কাশিপুর, দেপাশই, নওগাঁ, কুড়ালভাঙ্গা, ভালুম কালামপুর, সূয়াপুর ইউনিয়ন।
কাওয়ালিপাড়া 01730783320 গাংগুটিয়া ইউনিয়নঃ কাওয়ালীপাড়া, অর্জুনালাই, দত্তনালাই, বড়নালাই, জালসা, বাঁশিবিল জালসা, নয়াপাড়া জালসা, বড়ইচা জালসা, গাঙ্গুটিয়া বাজার, হাটকুড়া, কাওয়াখোলা, মারাপাড়া, রক্ষিত, পারুহালা কৃষ্টপুর, চারিপাড়া, আদর্শগ্রাম, বউবাজার।

বালিয়া ইউনিয়ন: রামরাবন, বাবনহাটি, প্রত্যাশা, পাবরাইল, কামারপাড়া, তেলিগ্রাম, বাইচাইল।

কুশুরা ইউনিয়নঃ বাগজান, নবগ্রাম, সুন্দরকাঠালিয়া, কাঠালিয়া, রাধানগর, হিজরীখোলা।

ধানতারা 01769402628 বাইশাকান্দা: কান্দাপটল, বাঘমারা, মারমঢালী, পটল, রঘুনাথপুর, মদনদিয়া, বিলবাউটিয়া, মঙ্গলবাড়ী, বাইনবাড়ী, বিএমপি বাজার, আনালিয়াখোলা, চন্ডিশ্বর, জামিরাবাড়ী, গোলাকান্দা, ভুরাইল, বাঘাইর, খাগাইল, খোলাবাড়ী, রামনগর।

যাদবপুর ইউনিয়নঃ ধানতারা, যাদবপুর, গরুগ্রাম, ভাতকুড়া, পুকুরিয়া, আমরাইল, গোমগ্রাম, গোমগ্রাম খোলাবাড়ী, রামভদ্রপাড়া, পঞ্চাশ, পাঁচলক্ষি।

বালিয়া 01769401084 বালিয়া ইউনিয়ন: বালিয়া, মাদারপুর, টেটাইল, খাগুটিয়া, বনেরচর, বাস্তা, নয়ারচর, সূত্রাপুর, ধুনিগ্রাম, ইন্দরা, জাঙ্গালিয়া।

চৌহাট ইউনিয়নঃ চৌহাট, চরচৌহাট, চকপাড়া, বাঙ্গলা,পাইকপাড়া,পাড়াগ্রাম, বড়ভাকুলিয়া, চোট ভাকুলিয়া, রাজাপুর, ধুলট।

আমতা ইউনিয়নঃ আমতা, আগাজেঠাইল, বড়জেঠাইল, নয়ারচর, জোয়ার আমতা, কাঁচা রাজাপুর।

ওয়ার্শী ইউনিয়নঃ ওয়ার্শী, কহেলা, দেওলিয়াপাড়া।

যাদবপুর ইউনিয়নঃ খোলাবাড়ী, দেলুটিয়া, আমরাইল তেলীপাড়া।

জাহাঙ্গীরনগর 01769402652  আমবাগান,পানধোয়া, ইসলামনগর, কাঠালবাগান, সদরপুর, গেরুয়া, দিয়াবাড়ী,মীরের টেক, মহনপুর
আড়াপাড়া 01769401076 জামসিং, বাড্ডা, ছায়াবিথি, মল্লিকার টেক, ভাটপাড়া, বেদেপাড়া, আড়াপাড়া, উত্তরপাড়া, নয়াবাড়ি, জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি, রেডিও কলোনি (আংশিক), টেইটি জয়পাড়া, আরিচাপাড়া, জালেশ্বর (আংশিক), রাড়িবাড়ি, সবুজবাগ, বক্তারপুর, কোটবাড়ি, কাঞ্চনপুর, অমরপুর, গোড়াবাড়ি
সয়াপুর 01769401082 ধাইয়া গোপালকৃষ্ণপুর, কান্দা কাউয়ালি, চাউনা, ঘোরাকান্দা, ভাটারখোলা, নওগাঁ, বিলকেষ্টি, কিশোরীনগর, বারপাইকা, দেলদা, কৃষাণনগর, রাজনগর, শিয়ালকোল, সূয়াপুর, নান্নার, কালিদাসপট্টি, উলাইল, নবগ্রাম, রঘুনাথপুর, ধানকাউলি, পুটিরচর, কুরুঙ্গী, করিম কাইয়ুমতারা, রোহা, ভাদালিয়া, ভুবননগর, রোহারট্যাগ, দধিঘাটা, সেনাই, আটিমাইঠান, কৃষ্ণনগর, খড়ারচর, কিসমত ভবানীপুর, গোপীনাথপুর, দঃ খরারচর
আড়ালিয়া 01769401957 আড়ালিয়া ,দক্ষিন খরারচর, চরসুঙ্গর,ফরিঙ্গা, রোয়াইল,পাল্লি,বাইল্ল্যা

কাতর বাইল্ল্যা, নওগাওকাইত, সীতি, কাকনাইন, নতুন মাখুলিয়া,রুপনগর,

ফোর্ডনগর, ফোর্ডনগর ১ম খন্ড, ২য় খন্ড, তয় খন্ড, চৌঠাইল , চৌঠাইল

দক্ষিনপাড়া, চরবরদাইল, বরবরদাইল, বরাকৈর, কানারচর, মোহনপুর,

সাচনা ।

চাকুলিয়া 01769401074 বনগাঁও ইউনিয়ন পরিষদ এর আওতাধীন এলাকা (বলিয়ারপুর ব্যতীত)।
ভাকুর্তা 01769401073 ভাকুর্তা ইউনিয়ন পরিষদ এর আওতাধীন এলাকা।
কাউন্দিয়া 01769402205 কাউন্দিয়া ইউনিয়ন পরিষদ এর আওতাধীন এলাকা।
মুন্সীরচর 01769407111 চৌহাট ইউনিয়নঃ মুন্সিরচর, চররাজাপুর, মনোহরপুর, আতুল্লারচর, ধুলঝুড়ি, শিবপুর, নয়ারচর, মকিমপুর, সন্ধিতারা, দ্বিমুখা।

ওয়ার্শী ইউনিয়নঃ নতুন কহেলা, নবগ্রাম, মোস্তফাপুর, নওগাঁও।

বালিয়াটি ইউনিয়নঃ ভাঙ্গাবাড়ী।

ভাড়ারিয়া 01769407463 আশুলিয়া, সোমবাগ,ডেমরান,কাটাখালি,চন্দ্রপাড়া,হাটিপাড়া,মান্দারচাপ,

মালঞ্চ, গোতল,নওগাঁ, চাপিল,ভূরবাড়িয়া,কংশপট্টি,বৈষ্টবদিয়া, মোরারচর

শোলাবাড়ী,উঃ দিঘলগ্রাম, দক্ষিন দীঘলগ্রাম, সাইদপাড়া,মারুমঢালি,

পাইকপাড়া , ভারারিয়া,বাঙ্গালপাড়া, কাটাবৈর,গাছুয়াবাড়ী,গাজীপুর,

হিজলহাটি, ভাংগাবাড়ী

Ratul

আমি রাতুল, এটা আমার ডাক নাম। এই নামে আমার এলাকার সবাই আমাকে চিনবে তবে বাইরের কেউ হয়তো চিনবে না। আমি বিশ্বাস করি সফলতা ভাগ্য এবং পরিশ্রমের দ্বারা নির্ধারিত। এই ব্লগটি আমি সখ করে তৈরি করেছি, এবং এটিই আমার ১ম ব্লগ। আশা করি আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে উপকৃত করতে পারবো। ধন্যবাদ সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *