ডিপিএস

কোন ব্যাংক ডিপিএস লাভ বেশি ২০২৩

বর্তমান সময়ে ডিপিএস এর প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। ভবিষ্যতের কথা চিন্তা করে প্রায় সকল ব্যক্তি ডিপিএস করছেন। তবে অনেকেই চিনতে ভাবনা করে ব্যাংক নির্বাচন করছেন ডিপিএস করার জন্য । আবার কিছু সংখ্যক ব্যক্তি রয়েছে যারা এ বিষয়ে বিস্তারিত না জানায় যেকোনো ব্যাংকে ডিপিএস করছে। আমরা অবশ্যই আপনাকে ডিপিএস করার পরামর্শ দিচ্ছি, তবে অবশ্যই ডিপিএস এর জন্য সেরা ব্যংক নির্বাচন করতে হবে। বাংলাদেশের অনেক ব্যাংক রয়েছে যেখানে ডিপিএস করা সম্ভব । এক্ষেত্রে অনেকেই চিন্তিত হয়ে পড়ছেন ডিপিএস একাউন্ট করার ক্ষেত্রে। এত ব্যাংক হওয়ার শর্তে কোনটি সেরা কোনটির লাভ বেশি এই সমস্ত বিষয় সম্পর্কে জানার জন্য আগ্রহ থাকলেও সময় স্বল্পতার কারণে এত বড় হিসাবটি মিলিয়ে উঠতে পারেনি অনেকে। এক্ষেত্রে তাদেরকে সহযোগিতার জন্য আমরা দেশের প্রায় বেশ কিছু ব্যাংকের বিষয়ে ডিপিএস সম্পর্কিত সকল তথ্য জানার পরবর্তী সময়ে আপনাদের মাঝে আলোচনাটি নিয়ে এসেছি ।

আশা রাখছি আপনাদের জন্য কোনটি সেরা ব্যাংক, ডিপিএস এর জন্য এটি সম্পর্কে জানতে পারবেন আমাদের আলোচনা থেকে । প্রিয় পার্থক্য বন্ধুগণ আলোচনা সাপেক্ষে আপনি জানতে পারবেন কোন ব্যাংকে ডিপিএস সবথেকে বেশি লাভ প্রদান করে থাকে, এছাড়াও আমাদের আলোচনা থেকে জানতে পারবেন কোন ব্যাংকে ডিপিএস করা আপনাদের জন্য ভালো হবে। এছাড়াও এখান থেকে জানতে পারবেন কোন ব্যাংকের ডিপিএস কতদিন মেয়েদের হয়ে থাকে। অবশ্যই ডিপিএস এর জন্য এ বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ডিপিএস করতে চাচ্ছেন তারা অবশ্যই এই আলোচনার সাথে থেকে এই বিষয়গুলো সম্পর্কে জানুন এক্ষেত্রে আপনি উপকৃত হবেন পরবর্তী সময়ে এ সকল তথ্য আপনাদের সহযোগিতা করবে। সুতরাং এই সমস্ত তথ্য জেনে ডিপিএস করার সিদ্ধান্ত গ্রহণ করুন আশা করছি আপনি সঠিক সিদ্ধান্তে উপনীত হবেন।

কোন ব্যাংক ডিপিএস লাভ বেশি ২০২৩

কোন ব্যাংক ডিপিএস এ লাভ বেশি দেয় এই বিষয় সম্পর্কে জানতে হলে সকল ব্যাংকের ডিপিএস সুদের হার অর্থাৎ লাভের হার সম্পর্কে জানতে হবে। এরপর সময় এবং ডিপিএস এর টাকার পরিমানের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন জানতে সক্ষম হবেন কোন ব্যাংকটি আপনার জন্য ভালো। এক্ষেত্রে আমরা প্রথমত আপনাদের বাংলাদেশের জনপ্রিয় সকল ব্যাংকগুলির ডিপিএস এর সময়সূচি এবং লাভের হার এবং সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত প্রতি মাসে জমা প্রদান করতে পারবেন ডিপিএস এ টাকার পরিমাণ সহ সমস্ত বিষয়ে তথ্য প্রদান করছি। সুতরাং আজকের এই একটি আলোচনার মাধ্যমে আপনি সকল ব্যাংকের ডিপিএস এর সময়সূচির পাশাপাশি সুদের হার সম্পর্কে জানতে পারছেন। এর ফলে খুব সহজেই জেনে নিতে পারবেন আপনার অনুসন্ধানকৃত তথ্য। নিচে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো তুলে ধরা হয়েছে :

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড ডিপিএস ২০২৩

  • ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড ডিপিএস এর মেয়াদকাল 3 বছর, 5 বছর, 8 বছর কিংবা 10 বছর।
  • 500 টাকার  ওপরে আপনি  ইচ্ছেমতো টাকা জমা রাখার সুযোগ রয়েছে।
  • সুদের হার শতকরা 7.5% এবং
  • এই ব্যাংকে সঞ্চয়ী হিসাবের জন্য সুদ  হার 4 টাকা করে।

ঢাকা ব্যাংক লিমিটেড ডিপিএস ২০২৩

  • ঢাকা ব্যাংক লিমিটেড এর  ডিপিএস মেয়াদ 4 বছর থেকে শুরু করে 10 বছর।
  • টাকা সর্বনিম্ন 500 জমা রাখতে পারবেন এবং
  • সর্বোচ্চ 20 হাজারের মধ্যে পর্যন্ত টাকা জমা রাখতে পারবেনজ।
  •  সুদের হার হবে সর্বনিম্ন 6% এবং  সর্বোচ্চ 9.5% পর্যন্ত।
  •  সঞ্চয়ী হিসাবের জন্য সুদের হার  4 টাকা রাখা হয়েহ।

সিটি ব্যাংক লিমিটেড ডিপিএস ২০২৩

  • এই ব্যাংকে সর্বনিম্ন 3 বছরের এবং সর্বোচ্চ 10 বছরের জন্য ডিপিএস খুলতে পারবেন।
  •   সঞ্চয় হিসেবে সর্বনিম্ন 500 টাকা  এবং সর্বোচ্চ 20 হাজার টাকা জমা রাখতে পারবে।
  • সিটি ব্যাংকের সর্বোচ্চ সুদের হার  8.5% এবং
  • শতকরা 4 টাকা সুদ প্রদান করা হয় ।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড ডিপিএস ২০২৩

  • ডিপিএস সিস্টেম মেয়াদকাল  3 বছর, 6 বছর, 8 বছর এবং 10 বছর।
  • পাঁচ ধরনের মাসিক কিস্তিতে ডিপিএস করার সুযোগ রয়েছে।
  • আপনি চাইলে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা এবং 10000 টাকা জমা রাখতে পারবেন।
  • সুদের হার নির্ধারণ করেছে 7.75% থেকে শুরু করে 9.5% শতাংশ পর্যন্ত ।
  • সঞ্চয়ী হিসাব খুলবে তাদেরকে সুদ প্রদান করা হবে 4.5 শতাংশ পর্যন্ত।

আইএফআইসি ব্যাংক লিমিটেড ডিপিএস ২০২৩

  • মাসিক কিস্তি সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করা  সর্বোচ্চ যত ইচ্ছা তত জমা রাখতে পারবেন।
  •  টাকা এবং মেয়াদের ওপর ভিত্তি করে সর্বোচ্চ 9.5%  মুনাফা প্রদান করে।
  •  ডিপিএস এর মেয়াদকাল  সর্বনিম্ন তিন বছর থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত।
  •  সুদের হার হবে 5 টাকা।

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ২০২৩

  • এই ব্যাংকের মেয়াদকাল 3 বছর থেকে  10 বছর মেয়াদের ।
  • মাসিক কিস্তি সর্বনিম্ন 450 টাকা থেকে 650 / 450 / 1250 টাকা এবং সর্বোচ্চ 2350 টাকা।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ডিপিএস ২০২৩

  • সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 5 হাজার টাকা পর্যন্ত মাসিক সঞ্চয় রাখা যায় ।
  •  মেয়াদকাল হলো 5 বছর এবং 10 বছর।
  • মুনাফার শতকরা হার হল 9% থেকে 10%।
  • ব্যাংকের সঞ্চয়  হার 7.75 টাকা শতকরা হার।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড ডিপিএস ২০২৩

  • এই ব্যাংক এর মেয়াদকাল সর্বোচ্চ তিন বছরের জন্য ।
  • প্রথম দিকে 10 হাজার টাকা ওমাসিক কিস্তিতে এক হাজার টাকা করে জমা প্রদান করতে হবে ।
  • আর একটি বিশেষ সুবিধা হল আপনি যদি  40 হাজার টাকা জমা করেন তাহলে  53 হাজার টাকা ফেরত পাবেন।

Ratul

আমি রাতুল, এটা আমার ডাক নাম। এই নামে আমার এলাকার সবাই আমাকে চিনবে তবে বাইরের কেউ হয়তো চিনবে না। আমি বিশ্বাস করি সফলতা ভাগ্য এবং পরিশ্রমের দ্বারা নির্ধারিত। এই ব্লগটি আমি সখ করে তৈরি করেছি, এবং এটিই আমার ১ম ব্লগ। আশা করি আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে উপকৃত করতে পারবো। ধন্যবাদ সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *