অনার্সের সাবজেক্ট কি কি
প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আমাদের পেজে স্বাগতম।আজ আমারা আপনাদের মাঝে আলোচনা করতে এসেছি অনার্সের সাবজেক্ট কি কি। এ প্রশ্নের উত্তর অনেক শিক্ষার্থী খুজতেছেন এইচএসসি পাশ করে। প্রত্যেকটি শিক্ষার্থীর স্বপ্ন থাকে ভালো একটা সাবজেক্টে অনার্স করে ভালো একটি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা।
গুগলে অনেকেই হয়তো সার্চ করছেন অনার্সের সাবজেক্ট কি কি বিশেষ করে তাদের জন্য আমাদের এই পোস্টটি সাজানো হয়েছে।আমাদের এই পোস্টটি ভিজিট করলে আপনি পেয়ে যাবেন অনার্সের সাবজেক্ট কি কি। প্রত্যেকটি বিভাগের জন্য আলাদা আলাদা করে সাবজেক্ট লিস্ট অর্থাৎ তালিকা আমরা আমাদের এই পোস্টটিতে দিয়েছি। আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন।
অনার্সের সাবজেক্ট সমূহ আপনাদের সামনে দেয়া হলো :
১/বিজ্ঞান বিভাগের জন্য অনার্সের সাবজেক্ট সমূহ
২/কমার্স বা বাণিজ্য বিভাগের জন্য অনার্সের সাবজেক্ট সমূহ।
৩/মানবিক বিভাগের অনার্সের সাবজেক্ট সমূহ।
৪/অনার্স প্রোগ্রাম ও সাবজেক্ট সমূহ
৫/বিবিএ অনার্স সাবজেক্ট সমূহ
৬/বিসিএস অনার্স সাবজেক্ট সমূহ
৭/বিবিএস অনার্স সাবজেক্ট সমূহ
অনার্সের সাবজেক্ট আপনি খুজতেছেন তাহলে আপনি কোন বিভাগ থেকে অনার্স করতে চাচ্ছে আপনি যদি হন বিজ্ঞান , কমার্স বাণিজ্য, মানবিক এই তিনটি বিভাগে যেকোনো একটি বিভাগ থেকে আপনি যখন ইন্টারমিডিয়েট পাশ করছেন । আর আপনার যে বিভাগে ইন্টারমিডিয়েট পাস করা হয়েছে ।সেখান থেকেই আপনি অনার্স কমপ্লিট করতে পারবেন। আমরা আমাদের তালিকায় তিনটি বিভাগের জন্য আলাদা আলাদা করে তালিকা প্রদান করা হলো।
***বিজ্ঞান বিভাগের জন্য অনার্সের সাবজেক্ট সমূহ
১/গণিত পদার্থবিজ্ঞান ২/ রসায়ন ৩/পরিসংখ্যান
৪/পরিবেশ মৃত্তিকা বিজ্ঞান
৫/প্রাণ রসায়ন ৬/ উদ্ভিদবিদ্যা ৭/মনোবিজ্ঞান
৮/ভূগোল ও পরিবেশ।
****কমার্স বা বাণিজ্য বিভাগের অনার্সের বিভাগসমূহ
১/হিসাব বিজ্ঞান ২/ ফিন্যান্স ব্যাংকিং
৩/ ব্যবস্থাপনা মার্কেটিং ৪/ম্যানেজমেন্ট
***মানবিক বিভাগের অনার্সের সাবজেক্ট সমূহ
১/ইংরেজি ২/বাংলা ৩/অর্থনীতি অনার্স প্রোগ্রাম ও সাবজেক্ট সমূহ ৪/রাষ্ট্রবিজ্ঞান
৫/দর্শন ৬/ লাইব্রেরী ৭/সমাজবিজ্ঞান
৮/সমাজকর্ম ৯/ইতিহাস ১০/আরবি ইসলামী ইতিহাস
****অনার্স প্রোগ্রাম ও সাবজেক্ট সমূহ
১/পদার্থবিজ্ঞান ২/ রসায়ন ৩/প্রাণ রসায়ন
৪/উদ্ভিদবিদ্যা ৫/প্রাণিবিদ্যা ৬/মনোবিজ্ঞান
৭/ভূগোল ও পরিবেশ ৮/কম্পিউটার
৯/বিজ্ঞান ১০/গার্হস্থ্য অর্থনীতি
***বিবিএ অনার্স সাবজেক্ট সমূহ
১/সমাজবিজ্ঞান ২/ সমাজকর্ম ৩/আরবি ইতিহাস
৪/আরবি ৫/ফার্সি ৬/ভাষা ও সাহিত্য ৭/উর্দু
৮/ভাষাবিজ্ঞান ৯/বিশ্ব ধর্ম ও সংস্কৃতি
১০/লোক প্রশাসন ১১/ স্বাস্থ্য অর্থনীতি
১২/প্রিন্টিং এবং পাবলিকেশন স্টাডিজ।
***বিএসএস অনার্স সাবজেক্ট সমূহ
১/সমাজকর্ম ২/সমাজবিজ্ঞান ৩/অর্থনীতি
৪/রাষ্ট্রবিজ্ঞান ৫/নৃ -বিজ্ঞান
***বিবি এ অনার্স বিষয় সমূহ :
১/হিসাববিজ্ঞান ২/ফিন্যান্স ব্যাংকিং ৩/ব্যবস্থাপনা
৪/মার্কেটিং
সর্বশেষে বলতে চাচ্ছি যে, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এতক্ষন চেষ্টা করছি, আপনাদের সামনে তুলে ধরার জন্য অনার্সের সাবজেক্ট সমূহ গুলো।যে যেই বিভাগেই পড়েনা কেন আমাদের পোস্টে সকল বিভাগের তথ্য বা লিস্ট প্রদান করা আছে।
এখন আপনি এখান থেকে কোন একটি সাবজেক্ট পছন্দ করে অনার্স কমপ্লিট করতে পারেন।একটি কথা মনে রাখবেন ,অনার্স করতে গেলে আপনাকে অবশ্যই ভালো রেজাল্ট করে গ্রাজুয়েশন কমপ্লিট করলেই আপনি ভাল কিছু করতে পারবেন। উদ্দেশ্যে শুধু জ্ঞান অর্জনের জন্য নয় ভালো কিছু করার জন্য ভবিষ্যতে। আজ এ পর্যন্তই আবার অন্য কোনদিন অন্য কোন পোস্টে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দীর্ঘায়ু, কামনা করছি। আল্লাহ হাফেজ।