রবি এসএমএস কেনার কোড ২০২৩
রবি সিম ব্যবহারকারীদের জন্য আরো একটি সহযোগী আলোচনায় আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচনার মাধ্যমে রবি সিম ব্যবহার কারীগণ উপকৃত হবেন। আজকের আলোচনায় আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে রবির এসএমএস প্যাকেজ। বর্তমান সময়ে এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করার বিষয়টি ব্যাপক জনপ্রিয়। অনলাইন কিংবা অফলাইন সকল ক্ষেত্রেই মানুষ এসএমএসের মাধ্যমে যোগাযোগ করার আগ্রহ প্রকাশ করে থাকেন। কিছু কিছু পরিবেশে সরাসরি কলে কথা বলা সম্ভব নয় তবে এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করার সুযোগ থেকে থাকে।
এক্ষেত্রে অন্যান্য অপারেটরের মতোই রবি নিয়ে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেরা আকর্ষণীয় এসএমএস প্যাকেজ। অন্যান্য অপারেটরের থেকে এসএমএস প্যাকেজ এর ক্ষেত্রে রবি রয়েছে অনেকটাই এগিয়ে। বাংলাদেশের অন্যান্য অপারেটরের থেকে তুলনামূলক অনেক কম দামে এসএমএস প্রদানের ক্ষেত্রে সকলেই রবি সিমটি ব্যবহারে আগ্রহ প্রকাশ করতেন। তবে বর্তমান সময় প্যাকেজের মূল্য আপডেটের মাধ্যমে অনেকেই প্যাকেজ নির্বাচন করতে গিয়ে হতাশ। এমন ব্যক্তিগণ আমাদের পুরো আলোচনার সাথে থাকুন আলোচনা সাপেক্ষে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করব যার মাধ্যমে আপনি সাশ্রই একটি এসএমএস প্যাকেজ এক্টিভেট করতে পারবেন এক্টিভেট কোড অর্থাৎ রবির এসএমএস কেনার কোড সম্পর্কে জানতে পারবেন।
সর্বোপরি আপনারা যারা রবি সিম থেকে এসএমএস ব্যবহার করতে আগ্রহী এক্ষেত্রে আমাদের আলোচনাটি আপনাকে অবশ্যই সহযোগিতা করতে সক্ষম। গুরুত্বপূর্ণ এ আলোচনা সাথে থেকে আপনার প্রয়োজনীয় তথ্য রবি এসএমএস কেনার কোড সংগ্রহ করতে পারেন। তবে প্যাকেজভেদে এসএমএস কেনার কোড ভিন্ন ভিন্ন হয়ে থাকে এক্ষেত্রে আপনাকে প্যাকেজ নির্বাচন করতে হবে এবং পরবর্তী সময়ে সেই প্যাকেজ একটিভেট করতে আপনার রবি সিম থেকে ডায়ালের মাধ্যমে এসএমএস কিনতে সক্ষম হবেন। তবে অবশ্যই আপনার ব্যালেন্সের দিকে লক্ষ্য রাখতে হবে প্যাকেজের মূল্য সমপরিমাণ টাকা আপনার ব্যালেন্সে অবশ্যই রাখতে হবে। অন্যথায় আপনার প্যাকেজটি এক্টিভেট হবে না অর্থাৎ আপনি প্যাকেজটি চালু করতে ব্যর্থ হবেন ।
রবি এসএমএস কেনার কোড –
এসএমএস ব্যবহারকারীদের জন্য এসএমএস কেনার কোডটি খুবই গুরুত্বপূর্ণ। এর থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়ে থাকে প্যাকেজ নির্বাচন। অর্থাৎ আপনি কোন প্যাকেজটি অ্যাক্টিভেট করবেন সেটি নির্বাচনের পরবর্তী সময়ে সেই প্যাকেজ চালু করার কোডটি ডায়াল করতে হবে। এক্ষেত্রে আমরা আপনাদের রবির সমস্ত এসএমএস প্যাকেজ এর বিষয়ে তথ্য প্রদান করছি । এক্ষেত্রে প্যাকেজের গুরুত্বপূর্ণ বিষয় যেমন কত টাকায় কত এসএমএস, মেয়াদ কতদিন , এর পাশাপাশি প্যাকেজ চালু করার কোডটি অবশ্যই থাকছে। সুতরাং নিচে প্রধান কিন্তু প্যাকেজ গুলোর মধ্য থেকে আপনার উপযুক্ত প্যাকেজ নির্বাচন করুন এবং এসএমএস কেনার কোডটি আপনার রবি সিম থেকে ডায়াল করে এসএমএস কিনুন।
রবি দৈনিক এসএমএস প্যাক –
রবি ৬.০৯ টাকায়
- ৫০০ এসএমএস
- মেয়াদঃ১ দিন
- অ্যাক্টিভ কোডঃ *123*223#
রবি ৩ টাকায় –
- ৪০ এসএমএস
- মেয়াদঃ ১ দিন
- অ্যাক্টিভ কোডঃ *8666*40#
রবি ১০ টাকায়
- ১০০ এসএমএস
- মেয়াদঃ ১ দিন
- অ্যাক্টিভ কোডঃ *8666*1000#
রবি ৫ টাকায়
- ২০০ এসএমএস
- মেয়াদঃ ১ দিন
- অ্যাক্টিভ কোডঃ *123*6*5*5#
রবি ১০ টাকায়
- ৫০০ এসএমএস
- মেয়াদঃ ১ দিন
- অ্যাক্টিভ কোডঃ *123*6*5*7#
রবি ৫ টাকায়
- ১০০ এসএমএস (রবি- রবি)
- মেয়াদঃ ২ দিন
- অ্যাক্টিভ কোডঃ *8666*5555#
রবি ১০ টাকায়
- ২০০ এসএমএস
- মেয়াদঃ ২ দিন
- অ্যাক্টিভ কোডঃ *123*6*5*6#
রবি ১০ টাকায়
- ১০০ এসএমএস (রবি- রবি)
- মেয়াদঃ ৩ দিন
- অ্যাক্টিভ কোডঃ *123*6*5*8#
রবি সাপ্তাহিক এসএমএস প্যাক –
রবি ১৫ টাকায়
- ২৫০ এসএমএস (রবি- রবি)
- মেয়াদঃ ৭ দিনঅ্যাক্টিভ
- কোডঃ *8666*07#
রবি মাসিক এসএমএস প্যাক –
রবি ৫ টাকায়
- ২০০ এসএমএস
- মেয়াদঃ ৩০ দিন
- অ্যাক্টিভ কোডঃ *123*2*7*1#
রবি ১০ টাকায়
- ৫০০ এসএমএস
- মেয়াদঃ ৩০ দিন
- অ্যাক্টিভ কোডঃ *123*2*7*2#
রবি ২০ টাকায়
- ১৫০০ এসএমএস
- মেয়াদঃ ৩০ দিন
- অ্যাক্টিভ কোডঃ *123*2*7*3#
রবি ১৩০.৪৩ টাকায়
- ২০০০ এসএমএস (রবি- রবি)
- মেয়াদঃ ২৮ দিন
- অ্যাক্টিভ কোডঃ *8666*1500#
রবি ১৭৩.৯১ টাকায়
- ১০০০ এসএমএস (যেকোন অপারেটর)
- মেয়াদঃ ২৮ দিন
- অ্যাক্টিভ কোডঃ *8666*2000#
রবি এসএমএস বান্ডেল অফার –
রবি ১৫০০ এস এম এস অফার
- রেট ২০ টাকা ,
- মেয়াদ ৩০ দিন
- এসএমএস যে কোন নাম্বরে প্রেরণ করতে পারবেন
- রবি মাসিক এসএমএস প্যাক টি ক্রয় করতে *123*2*7*3# ডায়াল করুন ।
রবি ৫০০ এস এম এস
- ১০ টাকা
- মেয়াদ ৩০ দিন
- যেকোন অপারেটর নাম্বরে sms পাঠানো যাবে
- প্যাকটি কিনতে ডায়াল করুনঃ *123*2*7*2#
রবি ২০০ sms প্যাক ৫ টাকা
- মেয়াদ ৩০ দিন
- যেকোন অপারেটর নাম্বরে sms পাঠানো যাবে
- এই এসএমএস অফারটি কিনতে ডায়াল করুনঃ *123*2*7*1#
রবি এসএমএস প্যাকেজ এক্টিভেট কোড –
রবি এসএমএস প্যাকেজ একটিভ করতে চাইলে আমাদের আলোচনা থেকে এসএমএস প্যাকেজ একটিভেট কোড সম্পর্কে জেনে নিতে পারেন। আমরা মূলত উপলক্ষে আলোচনায় এসএমএস কেনার কোড দিয়ে আপনাদের সহযোগিতা করেছি। তবে অনেকেই অনলাইনে অনুসন্ধান করে থাকেন রবি এসএমএস কেনার কোড লিখে। আবার কিছু সংখ্যক ব্যক্তি রয়েছে যারা রবি এসএমএস প্যাকেজ একটিভেট কোড লিখে অনুসন্ধান করে থাকেন । এক্ষেত্রে আমরা সহযোগিত তথ্য উপস্থাপনের পরেও এখানে এ বিষয়টি উল্লেখ করেছি। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে আপনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন আমরা ওগুলোকে আলোচনার মাধ্যমে আপনাদেরকে প্যাকেজের গুরুত্বপূর্ণ সমস্ত বিষয় সম্পর্কে জানিয়েছি পাশাপাশি একটিভেট করার কোড থাকছে।
রবি এসএমএস প্যাক এক্টিভেশন কোড ব্যবহার করে এসএমএস ক্রয় করার সারণি –
এসএমএস প্যাক | টাকা | মেয়াদ | এক্টিভেশন কোড |
৪০ এসএমএস | ৩ টাকা | ২৪ ঘন্টা | *৮৬৬৬*৪০# |
১০০ এসএমএস | ১০ টাকা | ১ দিন | *৮৬৬৬*১০০# |
২০০ এসএমএস | ৫ টাকা | ১ দিন | *১২৩*৬*৫*৫# |
৫০০ এসএমএস | ১০ টাকা | ১ দিন | *১২৩*৬*৫*৭# |
১০০ এসএমএস | ৫ টাকা | ২ দিন | *৮৬৬৬*৫৫৫৫# |
২০০ এসএমএস | ১০ টাকা | ২ দিন | *১২৩*৬*৫*৬# |
২৫০ এসএমএস | ১৫ টাকা | ৭ দিন | *৮৬৬৬*০৭# |
৫০০ এসএমএস | ১০ টাকা | ৩০ দিন | *১২৩*২*৭*২# |
৫০০ এসএমএস | ৬.০৯ টাকা | ১ দিন | *১২৩*২২৩# |
১০০০ এসএমএস | ১৭৩.৯১ টাকা | ২৮ দিন | *৮৬৬৬*২০০০# |
১০০০ এসএমএস | ১০ টাকা | ৩ দিন | *১২৩*৬*৫*৮# |
১৫০০ এসএমএস | ২০ টাকা | ৩০ দিন | *১২৩*২*৭*৩# |
২০০০ এসএমএস | ১৩০.৪৩ টাকা | ২৮ দিন | *৮৬৬৬*১৫০০# |