হ্যাপি বাংলা

open
close

রকেটে একাউন্ট একটিভ করার নিয়ম

September 4, 2023 | by Ratul

download (15)
আপনাদের সাথে রকেট একাউন্ট একটিভ করার নিয়মে আলোচনা করব। আপনি একটি রকেট একাউন্ট কিভাবে একটিভ করবেন সেই বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করুন করা হয়েছে। আশা করি মনোযোগ সহকারে করবেন।

রকেট একাউন্ট একটিভ করার নিয়ম

নানান কারণে রকেট একাউন্ট নন একটিভ হয়ে যায় নন একটিভ হলে এই অ্যাকাউন্ট একটিভ না করা পর্যন্ত টাকা লেনদেন করা যায় না। কাজেই আমাদের রকেট একাউন্ট একটিভ করতে হয় আর একটিভ করতে হলে অবশ্যই আপনাকে রকেট অ্যাকাউন্ট একটিভ করার নিয়ম সম্পর্কে জানতে হবে কিভাবে রকেট অ্যাকাউন্ট একটিভ করবেন এর কিছু নির্দিষ্ট নিয়ম নীচে উল্লেখ করা হয়েছে ।

একাউন্ট একটিভ করতে হলে আপনার যে যে তথ্যগুলি অবশ্যই লাগবে

১. একাউন্ট কার আইডি দিয়ে খোলা হয়েছে সেই আইডিটি অবশ্যই লাগবে।
২. বর্তমান আপনার ব্যালেন্স কত আছে সেটি জানতে হবে ।
৩. সর্বশেষ কত টাকা আর কিভাবে লেনদেন করেছেন।

এই তথ্যগুলো সঠিক করে জানতে হবে এই তথ্যগুলা জানার পর কিভাবে রকেট একাউন্ট একটিভ করবেন।

১.উপরোক্ত তথ্য কালেক করে কল করুন রকেট কাস্টমার কেয়ার নাম্বার এ।
২. কল করে আপনার রকেট একাউন্টে কথা বলুন।
৩. কাস্টমার প্রতিনিধি আপনার তথ্য কালেক্ট করে অ্যাকাউন্ট একটিভ করে দেবে।
৪.রকেট গ্রাহক হেলপ্লাইন ১৬২১৬
৫.দিনে ২৪ ঘন্টা সপ্তাহে সাত দিন কল করতে পারবেন
রকেট অফিসের এজেন্ট আপনাকে যে কোন ধরনের রকেট সম্পর্কে তো সমস্যার সমাধান করে দিতে পারবেন। আপনি যদি কোন সমস্যার মুখোমুখি হন তবে আপনি তাদেরকে বিনা দ্বীনদায় কল করতে পারেন।
১. rocket helpline number
         16216
২ . for international call
       09666716216
৩. Email
     ibsupport@dutchbanglabank.com
উপসংহার: প্রিয় পাঠক যদি আপনি এই পোস্টটি পড়ে উপকৃত হন তাহলে আপনি নিচে কমেন্ট করতে পারেন আর আপনার যদি কোন কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন।

RELATED POSTS

View all

view all