সার্ভিস
সিংটেল (singtel) হট লাইন নাম্বার, লাইভ চ্যাট, কাস্টমার সার্ভিস সিঙ্গাপুর
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বন্ধুরা আপনাদের প্রত্যেককে”সিংটেল হট লাইন নাম্বার, লাইভ চ্যাট, কাস্টমার সার্ভিস সিঙ্গাপুর”শীর্ষক পোষ্টে স্বাগতম। প্রিয় পাঠক আপনারা অবশ্যই জেনে থাকবেন সিঙ্কটেল সিঙ্গাপুরের সবচেয়ে জনপ্রিয় টেলিকম অপারেটর। তেলি কমিউনিকেশন অপারেটর গুলির মধ্যে সিঙটেল সিঙ্গাপুরের মধ্যে অন্যতম। তাই গ্রাহকদের টকটাইম পরিষেবা ইন্টারনেট প্রযুক্তিগত সহায়তা এবং নিষ্ক্রিয়করণ এবং আরও অনেক কিছু প্রদান করে তাই সিম্পল কাস্টমার কেয়ার নম্বর হট লাইন নম্বর হেড অফিস নম্বর সকল ব্যবহারকারীর জন্য খুবই প্রয়োজনীয় তাই আমরা এই ব্লক পোষ্টের মাধ্যমে সিং টেল িকমিউনিকেশন অফিসের কাস্টমার কেয়ার এবং হট লাইন নম্বর প্রকাশ করতে যাচ্ছি।
সিংটেল (singtel) হট লাইন নাম্বার, লাইভ চ্যাট, কাস্টমার সার্ভিস সিঙ্গাপুর
প্রিয় পাঠক সিং টেল সিঙ্গাপুরের একটি জনপ্রিয় টেলিকমিউনিকেশন অপারেটর কোম্পানি। আপনি যদি এই টেলিকমিউনিকেশন সংস্থার গ্রাহক হন কিংবা এই অপারেটর সম্পর্কে তথ্য জানতে চান তাহলে প্রথমত আপনার যোগাযোগ নাম্বারের প্রয়োজন হবে তাহলে আমাদের এই আর্টিকেলটির সম্পূর্ণ পড়ুন এখানে আমরা আপনার সাথে সিঙ্গেল কাস্টমার কেয়ার নম্বর শেয়ার করছি যেমন বিল্ডিং সমর্থন নম্বর, ব্রডব্যান্ড সমর্থন নম্বর, প্রযুক্তিগত সহায়তা ,ব্যবসায়িক গ্রাহক এবং আরও যোগাযোগ নাম্বার শুধু নিচের পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন ধাপে ধাপে আপনার প্রয়োজন অনুসারে পেয়ে যাবেন।
সিংটেল কাস্টমার কেয়ার নম্বর (হট লাইন)
- প্রিয় পাঠক প্রথমত আপনাকে সিংটেল কোম্পানির কাস্টমার কেয়ার নম্বর প্রয়োজন তাইতো তবে সংগ্রহ করে নিন
- কাস্টমার কেয়ার অনলাইন শপ সমর্থন ফোন নাম্বার:: ৬৭৪৪৬৭৬৬।
- এছাড়াও আপনার প্রয়োজন হবে হাইকার্ট এবং প্রিপেইড ব্রডব্যান্ড ফোন নম্বর: ১৮০০৪৮২২৮০০
- এছাড়াও যে কোন দেশ থেকে সিংটেল আন্তর্জাতিক অফিসিয়াল নম্বরে কল করতে পারেন।
- আন্তর্জাতিক কল সেন্টার:+৬৫৬৪৮২২৮০০
- ব্রড ব্যান্ড এক্স স্ট্রিম সাপোর্ট ফোন নাম্বার: ১৬৮৮
- এই সেবাটির জন্য আরও একটি আন্তর্জাতিক নম্বর রয়েছে যেমন:
- ব্রডব্যান্ড আন্তর্জাতিক নম্বর: +৬৫৬২৩৫১৬৮৮
- এছাড়াও রয়েছে বিলিং সাপোর্ট ফোন নম্বর:১৬৮৮
- আন্তর্জাতিক নম্বর: +৬৫৬২৩৫১৬৮৮
- ব্যবসার উদ্দেশ্যে গ্রাহকদের সাথে কথা বলার অফিসিয়াল ফোন নম্বর: ১৮০০-৭৬৩(এস এম ই) ১১১১
- সারা বিশ্বের গ্রাহকদের সেবা দিতে ফোন নম্বর:+৬৫৬৭৬৬৩১১১১
- কারিগরি সহযোগিতার ফোন নম্বর: ১৬০৬(লোকাল নাম্বার)
- কারিগরি সহযোগিতার জন্য যে কোন দেশ থেকে কল করতে পারেন:+৬৫৬৭৯৬১৬০৬
সিংটেল হেড অফিসের ঠিকানা এবং যোগাযোগের নম্বর
- ৩১ এক্সরে টার রোড কল সেন্টার সিঙ্গাপুর, সিঙ্গাপুর ২৩৯৭৩২
- অফিসিয়াল ফোন নম্বর:+৬৫৬৮৩৮৩৩৮৮
- ফ্যাক্স নম্বর:+৬৫৬৭৩২৮৪২৮
সিংটেল কাস্টমার কেয়ার,ইমেইল ঠিকানা এবং ওয়েবসাইট
- কাস্টমার কেয়ার ফোন নম্বর:+৬৫৬৮৩৮৩৩৮৮
- বিন তদন্ত নম্বর: ১৮০০০৭৩৮৩৩০
- ইমেইল ঠিকানা: CONTENTFB@singtel.com
- ওয়েবসাইট ঠিকানা:www.singtel.com/
সিংটেল কাস্টমার কেয়ার লাইভ চ্যাট
সিম্পল গ্রাহক পরিষেবায় যেভাবে একজন লাইভ ব্যক্তির সাথে পরামর্শ কিংবা কথা বলতে পারবেন যদি আপনি সিঙ্গেল গ্রাহক পরিষেবায় লাইভ গ্রাহক পরিষেবা প্রতিনিধির সাথে কথা বলতে চান তবে আপনাকে ১৬৮৮ এই নাম্বারে কল দিতে পারবেন যদি আপনি সিঙ্গাপুরে থেকে থাকেন। সিঙ্গাপুর ব্যতীত অন্যান্য যেকোন দেশ থেকে অর্থাৎ বিদেশ থেকে ডায়াল করতে হবে +৬৫৬২৩৫১৬৮৮ এই নম্বরে যেকোন দেশ থেকে কল দিয়ে আপনাকে ১ টিপতে হবে। বিল এবং অর্থ সংক্রান্ত বিষয় জানতে এক চাপতে হবে। জিরো চাপার পরে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে লাইভে কথা বলতে পারবেন।
সিংটেল প্রতিনিধি আপনাকে ন্যূনতম দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই সংযোগ করে নেবে।
সিংটেল কবে কখন গ্রাহক সেবা দিয়ে থাকেন
- সিঙটেল থেকে লাইফ গ্রাহক পরিষেবা প্রতিনিধিদের সাথে কথা বলতে পারবেন।
- সোমবার থেকে রবিবার।
- সকাল ৮:৩০ থেকে রাত ৮ঃ৩০ পর্যন্ত।
সিংটেল অফিস কখন খোলা থাকে
- সোমবার সকাল ৮ টা ৩০ থেকে রাত ৮:৩০ পর্যন্ত।
- মঙ্গলবার সকাল ৮ টা ৩০ থেকে ৮ঃ৩০ পর্যন্ত।
- বুধবার সকাল ৮ টা ৩০ থেকে ৮:৩০ পর্যন্ত।
- বৃহস্পতিবার সকাল ৮ টা ৩০ থেকে ৮:৩০ পর্যন্ত।
- শুক্রবার সকাল ৮ টা ৩০ থেকে ৮:৩০ রাত পর্যন্ত।
- শনিবার সকাল ৮ টা ৩০ থেকে রাত ৮:৩০ পর্যন্ত।
- রবিবার ৮:৩০ থেকে রাত আটটা ত্রিশ পর্যন্ত।
শেষ কথা, প্রিয় পাঠক সিংটেল কাস্টমার কেয়ার লাইভ চ্যাট এবং প্রয়োজনীয় ফোন নম্বর নিয়ে আমাদের এই আর্টিকেলটি যদি আপনার সমস্যার সমাধান করে থাকে কিংবা সহায়ক হয়ে থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।